দেখ! নিমিশেই লাল রঙের গরম পানি ও নীল রঙের ঠাণ্ডা পানি মিশে নতুন রঙ এর পানি তৈরী করেছে। উপরের ঠাণ্ডা জারের পানিতে হাত দিয়ে দেখ, জারটি গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ নিচের গরম পানির কণাগুলো উপরে জারে পরিচলন পদ্ধতিতে চলে এসেছে। SHARE ON: ব্যাপন — July, 2015 Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to email this to a friend (Opens in new window)