| মিনহাজ উদ্দিন মোহাম্মদ মাসুম |
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ৪২ পয়েন্ট এর ৬ টি সমস্যা সংক্রান্ত একটি বাৎসরিক গণিত প্রতিযোগিতা। আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতাসমূহের (International Science Olympiad) মধ্যে এটিই সবচেয়ে পুরাতন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সর্বপ্রথম ১৯৫৯ সালে রোমানিয়াতে অনুষ্ঠিত হয়। তারপর থেকে এখন পর্যন্ত প্রতিবছর(১৯৮০ সাল ছাড়া) এটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় ১০০ টি দেশ থেকে ছয় সদস্যের ১০০ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে।
প্রতিযোগিতার ধরনঃ
এই প্রতিযোগিতাটি দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা প্রতিদিন সাড়ে চার ঘণ্টা সময় পাবে তিনটি প্রবলেম সমাধানের জন্য। প্রতিটা প্রবলেম এর জন্য ৭ পয়েন্ট। এখানে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। যেহেতু এই প্রতিযোগিতায় কেবল স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ সেকেন্ডারি এবং ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীরা অংশ নিতে পারে তাই প্রশ্নগুলোও তাদের সমাধানোপযোগি করে নির্ধারণ করা হয়। সাধারণত জ্যামিতি, সংখ্যাতত্ত্ব, বিন্যাস-সমাবেশ এবং বীজগণিত থেকে প্রশ্ন করা হয়।
অ্যাওয়ার্ডঃ
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেলে পুরস্কৃত করা হয়। যারা অন্তত একটি প্রবলেম সল্ভ করতে সক্ষম হয় তাদেরকেও সম্মানিত পুরস্কার দেওয়া হয়।
পেনাল্টিঃ
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ইতিহাসে নর্থ কোরিয়া হল একমাত্র দেশ যারা দণ্ডপ্রাপ্ত হয়। তারা ১৯৯১ এবং ২০১০ এ অসাধুতা অবলম্বনের জন্য প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড হয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডঃ
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (BdMO) এর যাত্রা শুরু হয় এপ্রিল, ২০০১ সাল থেকে। এটি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সাধারণত ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতাটি প্রত্যেক জেলায় আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া শুরু করে। আঞ্চলিক এবং জাতীয় প্রতিযোগিতা ছাড়াও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড জাতীয় গণিত ক্যাম্প এবং এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড ইত্যাদি গুরুত্বপূর্ণ ইভেন্ট এর তত্ত্বাবধান করে থাকে।
গণিত অলিম্পিয়াড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন ২০১০ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী তারিক আদনান মুন। তোমাদের জ্ঞাতার্থে সেগুলো বিস্তারিত আলোচনা করা হল-
১. গণিত অলিম্পিয়াড কী?
গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতে দক্ষতা এবং আগ্রহ বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের মোটামুটি তিনটি ধাপ আছে। প্রথমটি হল আঞ্চলিক (বিভাগীয়) গণিত উৎসব, যা ডিসেম্বর-জানুয়ারী মাসে সারাদেশের প্রায় ১৪-১৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের জন্য চোখ রাখতে হবে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম এবং গণিত ইশকুল পাতায়। প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারে। তাই আগে ভাগে রেজিস্ট্রেশন করে ফেলাই ভাল। ২য় ধাপ হল বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড। সারাদেশে আঞ্চলিক প্রতিযোগীতায় বিজয়ীদের নিয়ে ঢাকায় ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথমদিন সকালে মূল অলিম্পিয়াড পর্ব। এর পর প্রতিযোগীদের জন্য নানা পর্বের আয়োজন থাকে। পরদিন পুরস্কার বিতরণীল মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ৩য় ধাপ হল গণিত ক্যাম্প এবং Team Selection Test (TST) । জুনিয়র, সেকেন্ডারী এবং হায়ার সেকেন্ডারী পর্যায়ের (প্রশ্ন ২ দ্রষ্টব্য) শিক্ষার্থীদের নিয়ে মার্চের দিকে প্রায় দুই সপ্তাহব্যাপী গণিত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইংরেজীতেই সবকিছু করতে হয়, তাই ক্যাম্পের পাঠদানের মাধ্যমও মূলত ইংরেজী। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইংরেজীতে গণিত শেখা খুব একটা সমস্যার ব্যাপার নয়।
২. গণিত অলিম্পিয়াডে কারা অংশ নিতে পারবে?
বিভাগীয় গণিত উৎসবে ৩য় থেকে ১২শ শ্রেণীর (বা সমমানের) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বাংলাদেশে ৪টি ক্যাটেগরীতে ভাগ করে অলিম্পিয়াডের আয়োজন করা হয়:
প্রাইমারী: ৩য় থেকে ৫ম
জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৮ম
সেকেন্ডারী: ৯ম থেকে ১০ম
হায়ার সেকেন্ডারী: ১১শ থেকে ১২শ শ্রেণী।
তবে এক্ষেত্রে বলে রাখা ভাল যে জাতীয় গণিত ক্যাম্পে কোন ক্যাটেগরী নেই। সবাইকে একই পরীক্ষায় অংশ নিতে হয়।
৩. গণিত অলিম্পিয়াডে কী ধরণের প্রশ্ন (সমস্যা) দেওয়া হয়?
গণিত অলিম্পিয়াডে কী ধরণের সমস্যা দেওয়া হবে তার কোন বাধাধরা নিয়ম নেই। তাছাড়া কোন বই থেকে সমস্যা না দিয়ে সাধারণত মৌলিক সমস্যা, বা কোন সমস্যাকে পরিবর্তিত করে নতুন সমস্যা দেওয়া হয়, সুতরাং *কমন পড়ার সম্ভাবনা নেই*! তবে সাধারণত, বিভাগীয় গণিত অলিম্পিয়াডে ৭০-৭৫ মিনিট সময়ের ভেতর ১০-১২ টি সমস্যার সমাধান করতে হয়। এখানে কোনকিছু প্রমাণ করতে হয় না; কেবল উত্তর লিখলেই চলে। জাতীয় গণিত অলিম্পিয়াডেও ১০-১২ টি সমস্যার সমাধান করতে হয়। তবে এখানে প্রমাণ নির্ভর বেশকিছু সমস্যা দেওয়া হয় এবং সময় ক্যাটেগরীভেদে ২-৪ ঘন্টা। আগের বছরগুলোর গণিত অলিম্পিয়াডের প্রশ্ন http://www.kmcbd.org/problems এবং BdMO এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪. গণিত অলিম্পিয়াডের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়?
এই প্রশ্নের জবাব দেওয়া বেশ কঠিন। কারণ অনেকে প্রচুর পড়াশোনা বা অনুশীলনের পরও হয়ত সমস্যা সমাধানে তেমন ভাল করবে না। অনেকে অল্প চেষ্টাতেই বেশ ভাল করতে পারে। তবে সমস্যা সমাধান কখনোই সহজ কোন বিষয় নয় (অন্তত শুরুতে তো নয়ই)। তাই এক্ষেত্রে পরামর্শ হল ধৈর্য না হারিয়ে বার বার চেষ্টা করে যাওয়া। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি যে গণিতে দক্ষতা যেমন রাতারাতি অর্জন করার মত বিষয় না, তেমনি এমন কোন বিষয়ও না যা নির্দিষ্ট একটা পথ অবলম্বল করলে বা কয়েকটা বই পড়ে ফেললেই শেখা যাবে। তবে শুরুতে সমস্যাগুলো খুব কঠিন লাগলেও আস্তে আস্তে বিভিন্ন সমস্যার মধ্যে সামঞ্জস্য (Relation) এবং pattern নিজে থেকেই যখন আবিষ্কার করতে পারবে তখন সহজ সমস্যা সমাধান করা আরও অনেক সহজ হয়ে যাবে। কী ধরণের বিষয় কোন ক্যাটেগরীতে আসতে পারে তা জানতে এখান থেকে BdMO syllabus লেখা pdf দেখতে পার। তবে বিভাগীয়তে মূলত: পাঠ্যবইয়ের জ্ঞান কতটুকু কাজে লাগাতে সক্ষম সেটা দেখা হয়। কিন্তু জাতীয় অলিম্পিয়াডে অনেক advanced বিষয় থেকে সমস্যা দেওয়া হতে পারে যেটা আমাদের সিলেবাসে নেই (যেমন: সংখ্যাতত্ত্ব বা কম্বিনেটরিকস)। সমস্যা সমাধান সম্পর্কে জানার জন্য এবং সাধারণ কলাকৌশলে শেখার জন্য সবচেয়ে ভাল (এবং highly recommended) বই হল: The art and craft of problem solving। এছাড়া USA গণিত দলের প্রাক্তন কোচ কিরণ কেদলায়ার এই নোটটিতে তিনি চমৎকার কিছু টিপস দিয়েছেন। তবে সর্বশেষ কথা হল সঠিক অনুশীলনের কোন বিকল্প নেই।
৫. গণিত অলিম্পিয়াডের জন্য কী কী বই পড়া প্রয়োজন?
প্রাইমারী এবং জুনিয়র ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্য মূলত নিজ ক্যাটেগরির পাঠ্যবইয়ের দিকেই বেশি নজর দেওয়া উচিত। তবে জাতীয় গণিত অলিম্পিয়াডের সমস্যাগুলোর ক্ষেত্রে পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নাও হতে পারে। বাংলা বইয়ের ভেতর problem book হিসেবে “গণিত এবং আরও গণিত” এবং “নিউরনে অনুরণন” ছোটদের জন্য ভাল। সেকেন্ডারী আর হায়ার সেকেন্ডারী ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই যথেষ্ট নয় (তবে অবশ্যই পাঠ্যবইয়ের উপর ভাল দখল থাকতে হবে)। পাঠ্যবইয়ের পাশাপাশি আলাদা আলাদা বিষয়ের উপর textbook থেকে মূল বিষয়গুলো পড়ে problem book থেকে অনুশীলন করতে পার। তবে এক্ষেত্র বাংলা ভাষায় লেখা বইয়ের সংখ্যা খুবই কম। সেকারণে মূলতঃ ইংরেজী বইই পড়তে হবে।
৬. “আমি অনেক বই পড়েছি, সমাধান বুঝতেও কোন সমস্যা হয় না; কিন্তু আমি সমস্যা সমাধান করতে পারি না” কী করব??
প্রথমে একটা বিষয় পরিষ্কারভাবে বলা দরকার। অনেকের ধারণা যারা জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয় বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মেডেল পায় তারা একটা সমস্যা নিয়ে বসে… আর কিছুক্ষণ পর একটা ম্যাজিকের মত সমাধান বের করে (এমন যদি হতো!…) কিন্তু এটা পুরোপুরি সত্যি না। আসল ব্যাপার হল যারা অলিম্পিয়াড সমস্যা সমাধান করে দীর্ঘদিনের জন্য তারা বিভিন্ন সমস্যার মধ্যে একটা pattern খুঁজে পায়। ফলে তার কোন উপায়ে আগাতে হবে সেটা বুঝতে পারে (এটাকে অনেকে intuition বলে)। এটা আসলে দীর্ঘদিনের অনুশীলনের ফল। তাছাড়া তারা নানা দিক থেকে দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা চালায়। আমাদের কোচ ড. মাহবুব মজুমদারের মতে: “The best problem solvers are those, who work on problems like a mad dog. They are not necessarily more genius than you.”
আরেকটা ব্যাপার হল সঠিকভাবে সমস্যা সমাধান না করা। সমস্যা সমাধান করার সময় যদি কোন সমস্যা খুব সহজ লাগে তাহলে সেই level এর সমস্যাতে মোটামুটি পারদর্শী হয়েছ বলে ধরে নেওয়া যায়। তাই সেক্ষেত্রে আরও একটু advanced level এর সমস্যা সমাধান করা যেতে পারে। অর্থাৎ সহজ সমস্যা সমাধানের চেয়ে challenging সমস্যা সমাধান করলেই দ্রুত উন্নতি করা সম্ভব। তবে সহজ সমস্যা তো আগে পারতেই হবে! আর কোন সমস্যা সমাধানের পর অন্য কোন সমাধান দেখা বা দীর্ঘসময় ধরে সমাধান না করতে পারলে সমাধান দেখে শেখার চেষ্টা করলেও অনেকসময় অনেককিছু শেখা যায়।
৭. “আমি তো অলিম্পিয়াডে পুরস্কার পাব না, আমার এসব করে লাভ কী?”
শুধু পুরস্কার পাবার জন্য গণিত অলিম্পিয়াডে আসতে হবে এমন কোন কথা নেই। একটা সমস্যা সমাধান না করলেও সেটা অনেকক্ষণ চেষ্টা করলে যেমন সেটা থেকে অনেক কিছু শেখা যায়, তেমনি গণিত অলিম্পিয়াডে অংশ নিলে পুরস্কার না পেলেও গণিতের প্রতি আগ্রহ যদি বৃদ্ধি পায় তাহলে সেটাও কিন্তু কম না। আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি যে অনেকেই প্রথমবার অংশ নিয়ে ভাল না করলেও পরেরবার অনেক ভাল ফলাফল করেছে। আর সবচেয়ে বড় কথা হল এরকম নেতিবাচক চিন্তা না করে আত্মবিশ্বাস রাখ যে তুমি পারবে; তাহলেই তুমি ভাল করতে পারবে।
৮. গণিত বিষয়ে কিছু ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন
যারা মোটামুটি গণিত অলিম্পিয়াডে শুরুর ধাপটা পার করতে পেরেছ, তাদের জন্য শ্রেষ্ঠ ওয়েবসাইট হল The art of Problem solving (Mathlinks নামেও পরিচিত)। আরও লিঙ্ক পাওয়া যাবে এখানে: http://www.kmcbd.org/important.
গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড নিঃসন্দেহে একটি অপার সম্ভাবনার দ্বার উন্মোচনকারী প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের নিয়ে গ্রুপ তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠান হয় এবং এর মাধ্যমে এইদেশের জিনিয়াসরা ওয়ার্ল্ড র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে নেয়। এই গণিত অলিম্পিয়াডের অবদানেই এদেশের অসংখ্য শিক্ষার্থী অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং MIT এর মত প্রতিষ্ঠানে নিজেদের জায়গা তৈরি করে নিতে পেরেছে।
গণিতের সম্ভ্রান্ত রাজ্যে তোমাদেরকেও স্বাগতম।
No Comment