| সোলায়মান খান |

যুক্তিভিত্তিক

১। একটি অলস ব্যাঙ ৩০ মিটার গভীর কূয়াতে পড়ে গেল। প্রতিদিন সে ৩ মিটার করে বেয়ে উঠতে পারে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সে আবার ২ মিটার নিচে নেমে যায়। এভাবে কতদিনে কূয়া থেকে বের হতে পারবে?

ক) ২৭      খ) ৩০      গ) ২৮       ঘ) কখনোই বের হতে পারবে না।

২। কোন একদিন 12.00am এ ঢাকায় মুষলধারে বৃষ্টি হল। এর ঠিক ৭২ ঘন্টা পর সূর্যের দেখা পাওয়ার সম্ভাব্যতা কত?

ক) ২৫%     খ) ৫০%     গ) ৭৫%    ঘ) ০%

৩। একটি বালকের যতজন ভাই আছে, ততজন বোন আছে। তার এক বোনের যতজন বোন আছে তার দ্বিগুন ভাই আছে। বালকটির পরিবারে কয়জন ছেলে-মেয়ে আছে?

ক) ২ জন ছেলে, ২ জন মেয়ে

খ) ৩ জন ছেলে, ২ জন মেয়ে

গ) ৪ জন ছেলে, ৩ জন মেয়ে

ঘ) ৩ জন ছেলে, ৩ জন মেয়ে

গাণিতিক ও ভিজ্যুয়াল

১। প্রশ্নবোধক চিহ্নের স্থলে কোন অক্ষরটি বসবে?

ক) T     খ) R    গ) G     ঘ) F

q1

২। দীর্ঘ সময় ধরে একটি সরু নলের মধ্য দিয়ে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। নিচের কোন স্থানে পানি প্রবাহের বেগ বেশি হবে?

 ক) A   খ) B    গ) C    ঘ) D

q2

৩। নিচের কোন তিনটি খণ্ড দ্বারা একটি পূর্ণ বর্গ তৈরী করা যায়?

 ক) A, B, C     খ) A, B, D    গ) C, B, D     ঘ) বর্গ তৈরী সম্ভব নয়।

q3

গত সংখ্যার কুইজের সঠিক উত্তরঃ

যুক্তিভিত্তিক: ১। গ ২। ঘ  ৩। গ

গাণিতিক ও ভিজ্যুয়াল: ১। গ ২। গ  ৩। গ

আমাদের হাতে এসে পৌঁছানো গত সংখ্যার অসংখ্য উত্তরের মাঝে সম্পুর্ন সঠিক উত্তর কেউ দিতে পারেনি। ৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে মোঃ ফাহিম বিন করিম, নটরডেম কলেজ, ঢাকা। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবে, কেমন? অভিনন্দন ফাহিম! অতি শীঘ্রই তোমার কাছে পৌছে যাবে ব্যাপনের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার।

বন্ধুরা, এ সংখ্যার কুইজের উত্তর আগামী ১০ জুলাই ২০১৫ এর মধ্যে পাঠিয়ে দাও ব্যাপন ম্যাগাজিনের ঠিকানায় অথবা [email protected] এই মেইলে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে দেয়া হবে আকর্ষনীয় পুরস্কার। পুর্নাঙ্গ ঠিকানা দিতে ভুলবে না কিন্তু!