| সোলায়মান খান |
যুক্তিভিত্তিক
১. একটি বইয়ের দাম তার মূল্যের অর্ধেক ও পাঁচ টাকার সমষ্টি। বইটির দাম কত?
ক) ৫ টাকা, খ) ৭.৫ টাকা গ) ১০ টাকা ঘ) নির্ণয় করা সম্ভব নয়।
২. একটি চতুষ্কৌণিক ঘরের প্রতি কোনায় একটি করে বিড়াল আছে। প্রতিটি বিড়ালের সামনে তিনটি করে বিড়াল আছে। প্রতিটি বিড়ালের লেজের সাথে যুক্ত আছে একটি করে বিড়াল। যদি ঘরটাতে কোন আয়না না থাকে তাহলে ঘরে কয়টি বিড়াল আছে?
ক) ৪ টি খ) ১৬ টি গ) ১২ টি ঘ) ৩২ টি
৩. একটি ফ্যাক্টরি তে ২০০ মিটার লম্বা একটি কাপড়ের রোল থেকে ১ মিটার করে কেটে ছোট ছোট রোল তৈরি করা হচ্ছে। যদি একটি ছোট রোল কাটতে ৪ সেকেন্ড সময় লাগে, তাহলে ২০০ মিটারের পুরো রোলটি কাটতে কত সময় লাগবে?
ক) ১৩ মিনিট ১২ সেকেন্ড খ) ১৩ মিনিট ১৬ সেকেন্ড
গ) ১৩ মিনিট ২০ সেকেন্ড ঘ) ১৩ মিনিট ২৪ সেকেন্ড
গাণিতিক ও ভিজ্যুয়াল
১. প্রশ্নবোধক চিহ্নের স্থলে কোন অক্ষরটি বসবে?
ক) L খ) A গ) S ঘ) T
২. প্রতিটি পর্যায়ে কালো বলটি ঘড়ির কাঁটার দিকে তৃতীয় কৌণিক বিন্দুতে সরে আসে। অপরদিকে সাদা বলটি ঘড়ির কাটার বিপরীত দিকে চতুর্থ কৌণিক বিন্দুতে সরে আছে। কততম পর্যায়ে বল দুটি মিলিত হবে?
ক) ৭ তম খ) ১৪ তম গ) ৬ তম ঘ) কখনই মিলিত হবে না।
৩. নিচের কোন ঘরটি ধারাবাহিকতা নষ্ট করেছে?
ক) D খ) E গ) F ঘ) G
গত সংখ্যার কুইজের সঠিক উত্তর
যুক্তিভিত্তিক
১. গ, ২. ক, ৩. খ।
গাণিতিক ও ভিজ্যুয়াল
১. ক, ২. খ, ৩. ঘ
আমাদের হাতে এসে পৌঁছানো গত সংখ্যার অসংখ্য উত্তরের মাঝে সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছে শুধুমাত্র গৌতম পাল, নটর ডেম কলেজ, ঢাকা এবং মো. আবু সাইদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। অভিনন্দন তোমাদের! অতি শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যাবে ব্যাপনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
অনেকেই ৫টি এবং ৪টি কুইজের সঠিক উত্তর দিয়েছো। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবে, কেমন?
বন্ধুরা, এ সংখ্যার কুইজের উত্তর আগামী ১ নভেম্বর ২০১৫ এর মধ্যে পাঠিয়ে দাও ব্যাপন ম্যাগাজিনের ঠিকানায় অথবা [email protected] এই মেইলে। সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনের একজন নির্বাচিত হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় পুরষ্কার।
No Comment