| সোলায়মান খান |

১. দুই পদার্থবিদের কথোপকথন

দুই তাত্ত্বিক পদার্থবিদ পাহাড়ের উপরে উঠে পথ হারিয়েছেন। একজন একটাম্যাপ বের করে কিছুক্ষণ গভীরভাবে দেখে ওটা ২য় জনকে দিয়ে জিজ্ঞেস করলেন,”জানেন,আমরা কোথায় আছি?”

২য় তাত্ত্বিক পদার্থবিদঃ না, কোথায়?

১ম তাত্ত্বিক পদার্থবিদঃ এই যে,এই পাহাড়টা দেখতে পাচ্ছেন?

২য় জনঃ হ্যাঁ,পাচ্ছি।

১ম জনঃ আমরা এখানেই আছি।

২. গতির প্রথম সূত্র

পদার্থবিজ্ঞান ক্লাস চলছে।

শিক্ষকঃ  নিউটনের গতির প্রথম সূত্রটি বল।

ছাত্রঃ একটি গতিশীল ছেলে সবসময় গতিশীল থাকে, আর একটি ঘুমন্ত ছেলে ততক্ষণ পর্যন্ত ঘুমাতে থাকে,যতক্ষন পর্যন্ত না তার মা এসে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়।

৪. অ্যাভোগেড্রো নাম্বার

একবার বিজ্ঞানী অ্যাভোগেড্রো এক অনুষ্ঠানে গেলেন। সেখানে কিছু ভক্ততাকে ঘিরে ধরে তার নাম্বার চাইল। অ্যাভোগেড্রোপকেট থেকে কাগজ বের করে তাতে লিখলেন ৬০২-000000000000000000000 এবং বললেন, “বন্ধুগণ,  এটাই আমার নাম্বার।”

(অ্যাভোগেড্রো নাম্বার=৬.০২×১০২৩)



৫. রসায়ন ক্লাস

রসায়ন ক্লাস চলছে।

শিক্ষকঃ বলতো, সালফার, টাংস্টেন এবং সিলভারকে মিশ্রিত করলে কি পাওয়া যায়?

ছাত্রঃ চোরাই মাল, স্যার।

শিক্ষকঃ মানে?

ছাত্র- স্যার, সালফারের প্রতীক S, টাংস্টেনের প্রতীক W এবং সিলভারের প্রতীকAg। সুতরাং এই তিনটিকে একত্রিত করলে পাওয়া যাবে SWAGবা চোরাই মাল।

৬. শিক্ষক ও ছাত্র

রসায়ন ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে-

শিক্ষক- তুমি কি সোডিয়াম সম্পর্কে কিছু জানো?

ছাত্র- না (Na)।

শিক্ষক- রসায়নবিদদের প্রিয় গাছ কোনটি?

ছাত্র- কেমিস গাছ (Chemis tee)

শিক্ষক- পটাসিয়াম, নিকেল এবং আয়রন দিয়ে কোন কি বানানো যায়?

ছাত্র- ছুরি (K Ni Fe) ।

৭. নাস্তিক

১ম বন্ধুঃ নাস্তিকরা ঘাতযুক্ত (এক্সপোনেনশিয়াল) অঙ্ক সমাধান করতে পারে না কেন?

২য় বন্ধুঃ কারণ, ওরা উপরের ক্ষমতায় বিশ্বাস করে না।

৮. মোলার দ্রবণ

রসায়নের শিক্ষকঃ  বল তো এক মোলার দ্রবণ কী?

ছাত্রঃ এক গ্লাস পানিতে একটি মোলার দাঁত।

[মাড়ির দাঁতকে মোলার দাঁত বা পেষক দন্ত বলে]

৯.দৌড় প্রতিযোগীতা

একবার এক দৌড় প্রতিযোগীতায় এক ছেলে দৌড়ানো থামিয়ে মাঠ থেকে বের হয়ে আসল।

ছেলেটি মাঃ‘তুমি দৌড় বন্ধ করে চলে এলে কেন ?’

ছেলেঃ ‘আমি শুনেছি, আমি যত দ্রুত দৌড়াব, তত খাটো হয়ে যাবো। তাই দৌড়ানো বন্ধ করে দিয়েছি।’

(আপেক্ষিক তত্ত্ব মতে,  গতিশীল বস্তুর দৈর্ঘ্য তার স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়) ।