| শাহিদ |
বিজ্ঞানের জাদুর ভূবনে স্বাগতম। ব্যাপন ম্যাজিকে থাকবে বাসায় করার উপযোগী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাসের আওতাভুক্ত পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গনিতের নানান মজার মজার ম্যাজিকাল এক্সপেরিমেন্ট।
ক্ষুদে বিজ্ঞানী হতে চাও! তাহলে, ব্যাপন ম্যাজিকগুলো তোমার বাসায় ট্রাই কর। আর ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দাও বন্ধুদের।
১। ফুল রাঙ্গানোঃ বন্ধুরা! পৃথিবীতে আমরা নানান রঙের নানান বাহারের ফুল দেখি। আমাদের কারো প্রিয় লাল রঙের ফুল, আবার কারো প্রিয় নীল ফুল, আবার কারো পছন্দ হলুদ রঙের ফুল। যে কোন ফুলের রং কিন্তু তুমি নিজেই পাল্টে তোমার পছন্দমতো রঙে রাঙিয়ে তুলতে পারো। এসো দেখি কিভাবে ফুল পছন্দমত রঙ্গে রাঙ্গানো যায়।
যা যা লাগবেঃ ডাঁটাসহ একটি সাদা ফুল, হালকা কুসুম পানি, একটি স্বচ্ছ কাঁচের জার, খাবার রং কিংবা যেকোন প্রকারের রং ।
ম্যাজিকটির ভিডিও দেখতে ভিজিট করোঃ www.facebook.com/ByaponSM
এসো জানি, ফুলটা কেন রঙিন হলঃ
আমরা জানি, গাছ মূলের মাধ্যমে পানি ও খাবার গ্রহণ করে। গাছের কাণ্ডে জাইলেম ভেসেল নামে এক ধরণের টিস্যু থাকে। জাইলেম ভেসেল মূল থেকে গাছের বিভিন্ন অংশে পানি পরিবহণ করে। এরপর সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ পাতা খাদ্য তৈরি করে।
ফুলের ডাঁটাতেও এই জাইলেম ভেসেল আছে। তাই তুমি যখন রঙিন পানিতে ফুলটা রাখলে,তখন জাইলেম ভেসেল সেই রঙিন পানি শুষে নিয়ে ফুলের কাছে পৌঁছে দিল। তাই ফুলের পাপড়িও রঙিন হয়ে গেলো। এই পরীক্ষার মাধ্যমে তুমি চাইলে যেকোনো সাদা ফুলকেই পছন্দমতো রঙে রাঙাতে পারো।
০২। আতশ কাঁচ দিয়ে আগুন ধরানোঃ ম্যাচের কাঠি বা লাইটারের সাহায্য ছাড়াই শুধুমাত্র আতশ কাঁচ দিয়ে আমরা ধরাতে পারি। এসো দেখে নেই, আগুন ধরানোর পদ্ধতিঃ
যা যা লাগবেঃ একটি বিবর্ধক বা আতশ কাঁচ, কাগজ, পানি
সতর্কীকরণঃ সাবধানতার জন্য অবশ্যই পানি সাথে রাখবে।
ম্যাজিকটির ভিডিও দেখতে ভিজিট করোঃ www.facebook.com/ByaponSM
বৈজ্ঞানিক ব্যাখ্যা কুইজঃ
একজন খুদে বিজ্ঞানী হিসেবে তোমাকে এখন ব্যাখ্যা করে বলতে হবে, আগুন কেন ধরল?
অনূর্ধ ১৫০ শব্দে পরীক্ষাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা লিখে পাঠিয়ে দাও ব্যাপনের অফিসের ঠিকানায় অথবা [email protected] এ। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন নির্বাচিত হয়ে তুমিও পেরে পার আকর্ষণীয় পুরস্কার।
No Comment