| নাহিদ হাসান |

বিজ্ঞানের জাদুর ভুবনে স্বাগতম। ব্যাপন ম্যাজিকে থাকবে বাসায় করার উপযোগী মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক সিলেবাসের আওতাভুক্ত পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের নানান মজার মজার ম্যাজিকাল এক্সপেরিমেন্ট।

খুদে বিজ্ঞানী হতে চাও! তাহলে, ব্যাপন ম্যাজিকগুলো তোমার বাসায় ট্রাই কর। আর ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দাও বন্ধুদের।

Wi-Fi অগ্নিশিখা : Wi-Fi ইন্টারনেটের সাথে নিশ্চয়ই পরিচয় আছে তোমাদের। কোন প্রকার তারের সাহায্য ছাড়াই রাউটার থেকে ইন্টারনেট সিগন্যাল চারদিকে ছড়িয়ে দেয়া হয়। Wi-Fi সমৃদ্ধ যেকোন ইলেক্ট্রনিক ডিভাইস সেই সিগন্যাল গ্রহণ করে ইন্টারনেটের সাথে যুক্ত হয়।

কিন্তু ডর-ঋর অগ্নিশিখার সাথে তোমাদের পরিচয় আছে কি? হ্যাঁ, লাইটারের কোনরকম স্পর্শ ছাড়াই দূর থেকে মোমবাতি জ্বালানো যায়। অর্থাৎ, স্পর্শ ছাড়াই আগুন লাইটার হতে বাতাসের মধ্যদিয়ে মোমবাতিতে চলে যাবে।  চল, দেখে নিই মজার এই ম্যাজিকটি।যা লাগবে- একটি মোমবাতি, একটি মোমবাতি স্ট্যান্ড ও একটি লাইটার।

প্রথমে কোন নিরাপদ স্থানে মোমবাতি, স্ট্যান্ড ও লাইটার নাও

প্রথমে কোন নিরাপদ স্থানে মোমবাতি, স্ট্যান্ড ও লাইটার নাও

সতর্কতার সাথে মোমবাতিটি জ্বালাও

সতর্কতার সাথে মোমবাতিটি জ্বালাও

এবার ফুঁ দিয়ে নিভিয়ে ফেল মোমবাতিটি। দেখ মোমবাতি নিভে গেলেও মোমবাতি থেকে ধোঁয়া বের হচ্ছে। তোমার লাইটারটি মোমবাতি থেকে উঁচুতে ধোঁয়া বরাবর নাও

এবার ফুঁ দিয়ে নিভিয়ে ফেল মোমবাতিটি। দেখ মোমবাতি নিভে গেলেও মোমবাতি থেকে ধোঁয়া বের হচ্ছে। তোমার লাইটারটি মোমবাতি থেকে উঁচুতে ধোঁয়া বরাবর নাও

সতর্কতার সাথে লাইটারটি জ্বালাও

সতর্কতার সাথে লাইটারটি জ্বালাও

ধুপ! লাইটারের স্পর্শ ছাড়াই জ্বলে উঠলো মোমবাতি

ধুপ! লাইটারের স্পর্শ ছাড়াই জ্বলে উঠলো মোমবাতি

দেখলে! অগ্নিশিখা লাইটার থেকে মোমবাতিতে চলে গেল

দেখলে! অগ্নিশিখা লাইটার থেকে মোমবাতিতে চলে গেল

ম্যাজিকটির স্লো মোশন ভিডিও দেখতে ভিজিট করো

https://www.facebook.com/byaponsm

সতর্কতা : আগুন সাবধানে হেন্ডেল করতে হবে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা কুইজ : একজন খুদে বিজ্ঞানী হিসেবে তোমাকে এখন বলতে হবে, কেন লাইটারের স্পর্শ ছাড়াই শুধুমাত্র ধোঁয়ার মাধ্যমে মোমবাতিটি পুনরায় জ্বলে উঠলো?

অনূর্ধ্ব ১৫০ শব্দে পরীক্ষাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা লিখে পাঠাও। [email protected] ই-মেইলে অথবা ব্যাপনের ঠিকানায় আর সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন নির্বাচিত হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় পুরস্কার।

উত্তরদাতার জন্য থাকবে আকর্ষণীয় গিফট।

গত সংখ্যার বিজয়ী : তোমাদের মধ্যে যারা গত সংখ্যার ব্যাপন ম্যাজিক কুইজে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে ধন্যবাদ। তবে সবচেয়ে সঠিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেছো মিরপুর সরকারি বাঙলা কলেজের খালিদ হোসেন। অভিনন্দন তোমাকে, অতি শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে ব্যাপন পরিবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।