| সাব্বির মোল্লা |
বিজ্ঞানের জাদুর ভুবনে স্বাগতম। ব্যাপন ম্যাজিকে থাকছে বাসায় করার উপযোগী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেবাসের আওতাভুক্ত পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের নানান মজার মজার ম্যাজিকাল এক্সপেরিমেন্ট। খুদে বিজ্ঞানী হতে চাও! তাহলে, ব্যাপন ম্যাজিকগুলো তোমার বাসায় ট্রাই কর। আর ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দাও বন্ধুদের!
আজকে আমরা শিখবো কিভাবে ১০ মিনিটে ঘরোয়া উপকরণ দিয়ে একটি ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি করা যায়।
যা যা লাগবে
১. সিডি কভার এর এর স্বচ্ছ অংশ
২. প্লাস্টিক কাটার জন্য কাঁচি বা ধারালো কোন বস্তু
৩. কলম বা পেন্সিল
৪. স্কেল
৫. গ্রাফ পেপার
৬. টেপ বা গ্লু
যেভাবে তৈরি করবে…
১. প্রথমে গ্রাফ পেপারে কলম ও স্কেল দিয়ে চিত্রের মত করে একটি ট্রাপিজিয়াম আঁকো। (ট্রাপিজিয়ামটির ভূমি ৬ সেমিঃ, ওপরের বাহু ১ সেমিঃ এবং উচ্চতা ৩.৫ সেমিঃ হতে হবে।)
২. এবার গ্রাফ পেপারে অঙ্কিত ট্রাপিজিয়ামটি কেটে নাও। এবার এই ট্রাপিজিয়াম পেপার আকারের মত করে সিডি কভার এর স্বচ্ছ অংশ থেকে করে চারটি ট্রাপিজিয়াম অংশ কেটে নাও।
৩. এবার গ্লু বা টেপ দিয়ে ট্রাপিজিয়াম চার টিকে চিত্রের মত জোড়া লাগিয়ে একটা পিরামিড তৈরি করো।
৪. নিচের লিঙ্ক থেকে যেকোনো একটি ভিডিও ডাউনলোড করে তোমার স্মার্টফোনে প্লে করো। স্ক্রিন এর ওপর তোমার বানানো পিরামিডটি উল্টো করে রাখলে ম্যাজিকটি দেখতে পাবে। ভালো ভিডিও দেখার জন্য অন্ধকার রুম ব্যবহার করা যেতে পারে।
ম্যাজিকটির স্লো মোশন ভিডিও দেখতে ভিজিট করো
https://www.facebook.com/ByaponSM
বৈজ্ঞানিক ব্যাখ্যা কুইজ: একজন খুদে বিজ্ঞানী হিসেবে তোমাকে এখন বলতে হবে, কিভাবে এই পিরামিডের মধ্যে ৩D হলোগ্রাম দেখা যায়। অনূর্ধ্ব ১৫০ শব্দে পরীক্ষাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা লিখে পাঠাও [email protected] এই মেইলে অথবা ব্যাপনের ঠিকানায় আর সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন নির্বাচিত হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় পুরষ্কার।
সঠিক উত্তরদাতার জন্য থাকবে আকর্ষনীয় গিফট।
গত সংখ্যার বিজয়ী: তোমাদের মধ্যে যারা গত সংখ্যার ব্যাপন ম্যাজিক কুইজে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে ধন্যবাদ। তবে সবচেয়ে সঠিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেছে মিরপুর সরকারি বাঙলা কলেজের খালিদ হোসেন। অভিনন্দন তোমাকে, অতি শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে ব্যাপন পরিবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
No Comment