ব্যাপন কুইজ (১)
View Count ৪০১ ভিউ

গণিত

ব্যাপন কুইজ (১)

সোলায়মান খান

১ এপ্রিল ২০১৫
Time Icon  

 ৩ মিনিট

যুক্তিভিত্তিক


০১। 0^0 এর মান কত ?
ক) ০                 খ) অসীম                   গ) ১             ঘ) অনির্ণেয়

০২। এক ব্যক্তি তার গণিতবিদ বন্ধুর কাছে তার সন্তানের সংখ্যা ও বয়স জিজ্ঞাসা করল।  গণিতবিদ উত্তর দিল, আমার তিন সন্তানের বয়সের গুনফল ৩৬। বন্ধুটি তার কাছে আরেকটি ইঙ্গিত চাইল। গণিতবিদ উত্তর দিল, যদি আমি তোমাকে তাদের বয়সের যোগফল বলে দেই তবুও তুমি তাদের বয়স বের করতে পারবে না।  বন্ধুটি তার কাছে আরেকটি ইঙ্গিত চাইল। গণিতবিদ বলল, আমার বড় সন্তানটি ভাল কবিতা আবৃত্তি করতে পারে। এবার বন্ধুটি তার সন্তানদের বয়স বের করে ফেলল। তাদের বয়স কত ছিল?
ক) ১, ৪, ৯            খ) ১, ৬, ৬,                   গ) ২, ২, ৯        ঘ) ২, ৩, ৬

০৩। দুষ্ট ছেলেদের একটি দল এক জুসের দোকানে প্রবেশ করল। প্রথম জন দোকানদার কে বলল, আমাকে ১/২ বোতল জুস দিন, দ্বিতীয় জন বলল, আমাকে ১/৪ বোতল জুস দিন, তৃতীয় জন বলল, আমাকে ১/৮ বোতল জুস দিন। এভাবে প্রত্যেক ছেলে তার আগের জনের অর্ধেক করে জুস চাইল। যদি দুষ্ট ছেলেদের সংখ্যা অসীম হয়, তাহলে সবাইকে জুস দিতে দোকানদারের কত বোতল জুস লাগবে?
ক) ১                  খ)   অসীম,                 গ) ১০৯৯                        ঘ) অনির্নেয়

গানিতিক ও ভিজ্যুয়াল

০১।

ক) ১৪৩৫৪৭
খ) ১৪৩৫১৪
গ)৩৫১৪১৪
ঘ)১৪৩৫৪১

০২। নিচের চিত্রের প্রত্যেকটি ক্ষেত্র একেকটি জমি নির্দেশ করে। সবচেয়ে ছোট জমির ক্ষেত্রফল কত?

ক) ১০ একক
খ) ৬ একক
গ) ৫ একক
ঘ) ৪ একক

১০ বছর

শেয়ার করুন

কপি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

লগইন রেজিষ্টার