ব্যাপন

কনটেন্ট সাবমিশনের নীতিমালা

১. লক্ষ্য ও উদ্দেশ্য

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী এমন একটি প্ল্যাটফর্ম, যা কিশোর-কিশোরীদের মধ্যে বিজ্ঞানচেতনা, কৌতূহল এবং সৃজনশীলতা জাগিয়ে তোলার জন্য কাজ করে। তাই এখানে পাঠানো কনটেন্টের বিষয়, ভাষা ও উপস্থাপন সেই লক্ষ্যকে প্রতিফলিত করতে হবে।

২. গ্রহণযোগ্য কনটেন্টের ধরন

নিম্নোক্ত ধরণের কনটেন্ট পাঠানো যাবে:

  • বিজ্ঞানের মজার বা চমকপ্রদ তথ্যভিত্তিক প্রবন্ধ
  • বাস্তব জীবনের বিজ্ঞানের ব্যাখ্যা (Daily Science)
  • বিজ্ঞান ইতিহাস ও বিজ্ঞানীদের জীবনী
  • ছোট বৈজ্ঞানিক গল্প বা কল্পবিজ্ঞান গল্প
  • ঘরে বসে করা যায় এমন সহজ পরীক্ষা বা 'বিজ্ঞান ম্যাজিক'
  • স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের সচেতনতামূলক লেখা
  • গণিতের ধাঁধা ও সমস্যা সমাধান
  • পরিবেশ, জলবায়ু ও প্রযুক্তি নিয়ে বিশ্লেষণ
  • বিজ্ঞান বিষয়ক চিন্তা উদ্রেককারী লেখা

৩. লেখার শৈলী ও ভাষা

  • ভাষা হতে হবে সহজ, সাবলীল ও কিশোর উপযোগী
  • গালিগালাজ, ধর্মবিদ্বেষ বা রাজনৈতিক প্ররোচনামূলক বক্তব্য নিষিদ্ধ
  • প্রয়োজনে কঠিন শব্দের ব্যাখ্যা দিতে হবে
  • ব্যাকরণগত ভুল, বানান ভুল পরিহার করতে হবে
  • ইংরেজি শব্দ ব্যবহারে সংযত হতে হবে, বাংলা প্রতিশব্দ থাকলে সেটিই ব্যবহার করতে হবে।

৪. লেখা পাঠানোর নিয়মাবলি

  • লেখাটি অবশ্যই নিজস্ব মৌলিক রচনা হতে হবে। অন্যের লেখা কপি করা যাবে না
  • লেখকের পূর্ণ নাম, বয়স, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগের নম্বর দিতে হবে
  • Word ফাইলে লেখা পাঠানো যাবে
  • ফন্ট হবে ইউনিকোড(কালপুরুষ)
  • ছবি, চিত্র বা গ্রাফ থাকলে তা পরিষ্কার ও ভালো রেজোলিউশনে দিতে হবে

৫. লেখা নির্বাচনের প্রক্রিয়া

  • সকল লেখা সম্পাদনা পরিষদ দ্বারা পর্যালোচিত হবে
  • প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা হতে পারে
  • অপ্রকাশিত লেখার দায়-দায়িত্ব ব্যাপন বহন করবে না
  • প্রকাশিত হলে ই-মেইলে জানানো হবে

৬. অধিকার সংরক্ষণ

  • প্রকাশিত কনটেন্টের স্বত্ব লেখকের হলেও ব্যাপন তা ছাপা, সংরক্ষণ ও প্রচারের অধিকার রাখে
  • ব্যাপন প্রয়োজনে অনলাইন বা প্রিন্ট মাধ্যমে পুনঃপ্রকাশ করতে পারে

৭. কোথায় পাঠাবেন

আপনার লেখা পাঠান এই ঠিকানায়:

  • ই-মেইল: [email protected]
  • ✍️ বিষয়: 'লেখার বিভাগ - [বিষয়]'

৮. যোগাযোগ ও প্রশ্ন

যেকোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে পারেন মেইলে অথবা ম্যাগাজিনের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে।