গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব – 5th NDC National Math Festival 2025। গণিত শিক্ষার প্রসার এবং তরুণ শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।
রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করে।
উৎসবের বিভিন্ন সেগমেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়:
- গণিত অলিম্পিয়াড ও সমস্যা সমাধান প্রতিযোগিতা
- আইকিউ টেস্ট
- স্পিড কিউবিং
- প্রজেক্ট ডিসপ্লে ও পেপার প্রেজেন্টেশন
- ইন্টারেক্টিভ গেম ও গণিতভিত্তিক কার্যক্রম
আয়োজনে ছিল বিজ্ঞান ও গণিত বিষয়ক বিশেষ আলোচনা সেশন, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গণিতবিদ, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ।
এছাড়া উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী।
চমৎকার এ আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিলো জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন।
আরামবাগ, ঢাকা
১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ৯:০০ AM
১৫ ফেব্রুয়ারী ২০২৫ , ৫:০০ PM