রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হলো RZS Science Carnival 2025

Featured image

রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হলো RZS Science Carnival 2025 – ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্যাপন। তরুণদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন।

গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫, রংপুর জিলা স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী বিজ্ঞান উৎসব “RZS Science Carnival 2025”। রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে এই বৈচিত্র্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক আয়োজনে।


কার্নিভালের উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলো ছিল:

- বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

- ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড

- বায়োলজি ও কেমিস্ট্রি অলিম্পিয়াড

- সায়েন্স অ্যান্ড ম্যাথ অলিম্পিয়াড

- জেনারেল নলেজ কুইজ

- রুবিকস কিউব কম্পিটিশন

- IQ টেস্ট ও যুক্তিভিত্তিক গেমস


এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”-এর উদ্যোগে আয়োজিত “IQ Test Competition”, যা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা ও দ্রুত সমস্যার সমাধান দক্ষতা যাচাইয়ের একটি চমৎকার আয়োজন।

RZS Science Carnival 2025 প্রমাণ করেছে—রংপুরের শিক্ষার্থীরা উদ্ভাবনী ভাবনা ও বিজ্ঞানভিত্তিক চর্চায় কোনো অংশে পিছিয়ে নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

কপি

ইভেন্ট তথ্য

রংপুর জিলা স্কুল, রংপুর

৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৯:০০ AM

৮ ফেব্রুয়ারী ২০২৫ , ৫:০০ PM