আমরা যখন হাত বা পায়ের আঙুল ফোটাই তখণ শব্দ হয় কেন? (আবু জাফর, শ্রেণি: ৯ম, নারায়ণপুর ডিএস ফাযিল মাদ্রাসা, বি-বাড়িয়া)
হাতের আঙ্গুলে অনেকগুলো অস্থিসন্ধি আছে। হাত মুঠো করতে গেলেই ব্যাপারটি চোখে পড়ে। যে অস্থিসন্ধিগুলো খুব সহজে ফোটানো যায় তাদের নাম ডায়রোথ্রোডিয়াল জয়েন্ট। এরা সবচেয়ে আদর্শ অস্থিসন্ধি। এদের মধ্যে দুটি হাড় থাকে, যারা একে অপরের তরুণাস্থির পৃষ্ঠে মিলিত হয়। তরুণাস্থির পৃষ্ঠ একটি সমন্বিত ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে। অস্থিসন্ধির এই তরুণাস্থির অভ্যন্তরে রয়েছে একটি লুব্রিকেন্ট। নাম সাইনোভিয়াল ফ্লুইড। এর মাধ্যমেই আবার যৌথ তরুণাস্থিতে পুষ্টি পৌঁছে। এই ফ্লুইডে আরও আছে অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইডসহ কিছু গ্যাস।
মনে করা হয়, শব্দের কারণ মূলত দ্রবণ থেকে গ্যাসের দ্রুত বেরিয়ে আসা। এর ফলে তরুণাস্থির ক্যাপসুল প্রসারিত হয়। আঙ্গুল ফোটানোর পরপর এক্স-রে ছবি তুললে অস্থিসন্ধির ভেতরে গ্যাসের বুদবুদ দেখা যাবে। গ্যাসের প্রসারণের ফলে অস্থিসন্ধির আয়তন ১৫ থেকে ২০ গুণ বেড়ে যায়। গ্যাস আবার দ্রবণে ফিরে না যাওয়া পর্যন্ত নতুন করে আবার আঙ্গুল ফোটানো যায় না।