হঠাৎ চোখে আলো পড়লে জ্বালা পোড়া করে কেনো?

আহমেদ হিশাম
২৬৪ ভিউ

আমরা চোখের সাহায্যে সবকিছু স্বাভাবিক ভাবেই দেখি। কিন্তু আমরা যখন অন্ধকার থেকে হঠাৎ আলোর মধ্যে যাই, তখন চোখে জ্বালা অনুভব হয়।কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে যায়। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী???

উত্তর

চমৎকার পর্যবেক্ষণ!

আপনি যে অভিজ্ঞতাটা বলেছেন (অন্ধকার থেকে হঠাৎ আলোতে গেলে চোখে জ্বালা/অস্বস্তি → পরে আবার স্বাভাবিক হওয়া), এর পেছনে মূলত চোখের অ্যাডাপ্টেশন মেকানিজম কাজ করে।


বৈজ্ঞানিক ব্যাখ্যা

১. পিউপিলের প্রতিক্রিয়া (Pupillary Light Reflex) অন্ধকারে চোখের মণি (pupil) বড় হয়ে যায় যাতে বেশি আলো ঢুকতে পারে। হঠাৎ আলোতে গেলে সেই বড় pupil দিয়ে অতিরিক্ত আলো রেটিনায় ঢুকে অস্বস্তি/ঝিলিক তৈরি করে। কয়েক সেকেন্ডের মধ্যে pupil সংকুচিত হয়ে (constriction) আলো প্রবেশের পরিমাণ কমিয়ে দেয় → তখন স্বাভাবিক লাগে।

২. ফোটোরিসেপ্টরের অভিযোজন (Photoreceptor Adaptation) চোখের রেটিনায় দুই ধরনের কোষ আছে:

Rod → অল্প আলোতে কাজ করে (রাতের দৃষ্টি)।

Cone → উজ্জ্বল আলো ও রঙ শনাক্ত করে।

অন্ধকারে rod কোষগুলো বেশি সক্রিয় থাকে, কিন্তু আলোতে হঠাৎ এরা স্যাচুরেটেড হয়ে যায় (অতিরিক্ত আলো সহ্য করতে পারে না)। cone কোষগুলো তখন ধীরে ধীরে সক্রিয় হয়, ফলে কিছু সময় পরে স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে।

৩. রসায়নিক পরিবর্তন (Photopigment Bleaching) rod ও cone কোষে আলোক-সংবেদনশীল রঞ্জক থাকে (যেমন rhodopsin)। অন্ধকারে এগুলো পুনরায় গঠিত হয় (resynthesized), তাই আলোতে সংবেদনশীল থাকে। হঠাৎ তীব্র আলো পড়লে rhodopsin ভেঙে (bleach) যায় → অতিরিক্ত সিগনাল তৈরি হয় → চোখে জ্বালা/অস্বস্তি লাগে। কিছু সময় পর নতুন রঞ্জক তৈরি হয়ে যায়, তখন স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে।

৪. নার্ভ সিগনাল ও মস্তিষ্কের প্রসেসিং রেটিনা থেকে মস্তিষ্কে হঠাৎ অতিরিক্ত সিগনাল পাঠানো হলে “গ্লেয়ার” বা “burning sensation” অনুভূত হয়।

মস্তিষ্কও কয়েক সেকেন্ড সময় নেয় নতুন আলোকমাত্রায় মানিয়ে নিতে।

সারসংক্ষেপ

অন্ধকার থেকে আলোতে হঠাৎ গেলে চোখে জ্বালা হয় কারণ—

পিউপিল বড় → হঠাৎ অতিরিক্ত আলো প্রবেশ।

Rod কোষ আলোতে স্যাচুরেটেড হয়ে যায়, cone সক্রিয় হতে সময় নেয়।

Photopigment bleaching ও নার্ভ সিগনাল ওভারলোড হয়।

কিছুক্ষণ পর pupil ছোট হয়ে যায়, photoreceptor ও pigment মানিয়ে নেয় → তখন আবার স্বাভাবিকভাবে দেখা যায়।

সম্পর্কিত প্রশ্ন