সূর্যের আলো আমাদের চোখে সরাসরি পড়লে আমরা দেখতে পাই না কেন? (সাদমান শাকুর)
প্রথম কথা হলো কখনোই সরাসরি সূর্যের দিকে তাকাবে না। অল্প সময়ের জন্যে না। এমনকি সূর্যগ্রহণের সময়েও না। এক্ষেত্রে বিশেষ ধরনের এক্লিপ্স (eclipse) গ্লাস ব্যবহার করতে হয়। সূর্যের দিকে তাকানোর ফলে সাময়িক বা স্থায়ী অন্ধত্ব দেখা দিতে পারে। অতএব, সাবধান! এখন, প্রশ্ন হলো সূর্যের দিকে তাকালে আমরা দেখতে পাই না কেন? সূর্য প্লাজমা পদার্থে গড়া অতি উত্তপ্ত এক নক্ষত্র। এই রিসেপ্টরগুলো খুব আলোকসংবেদী। এদের মাধ্যমেই বিভিন্ন রং, রং এর পার্থক্য, আলো ও ছায়ার তারতম্য চোখ বুঝতে পারে। এরাই চোখে দেখা দৃশ্য পাঠিয়ে দেয় মস্তিষ্কে।
সূর্যের দিকে তাকালে এই রিসেপ্টরগুলো অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা উচ্চশব্দ শোনার পর কানের অবস্থার সাথে তুলনীয়। সূর্যের দিকে অধিক সময় তাকিয়ে থাকলে এই রিসেপ্টরগুলো বিকল হয়ে যেতে পারে। সূর্য প্রধানত তিন রকম রশ্মি নির্গত করে। দৃশ্যমান আলো, অবলহিত আলো ও অতিবেগুনি (ultraviolet) রশ্মি। এর মধ্যে অতিবেগুনিই সবচেয়ে বেশি ক্ষতিকর। এর মাধ্যমে হতে পারে মারাত্মক রকমের সানবার্ন (রোদ্রে পোড়া) । অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষতি সাময়িক। তবে দীর্ঘ সময় সূর্যের দিকে তাকিয়ে থাকলে স্থায়ী ও পূর্ণাঙ্গ অন্ধত্ব বরণ করতে হতে পারে।