৪০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা,
সবাইকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সকলে আবার পড়াশোনার টেবিলে ফিরেছো। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে চলে এলো নতুন 'ব্যাপন মে-জুন সংখ্যা ২০২৩'। ব্যাপনপ্রেমিক বন্ধুদের অনেকেই এস.এস.সি./দাখিল/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছো। সবার জন্য শুভকামনা রইল।
মিষ্টি খেতে আমরা সবাই পছন্দ করি। কিন্তু যেখানে মিষ্টি সেখানে কিন্তু পিঁপড়াও থাকে। মাঝে মাঝে কামড়ে দেয়, আমরা ব্যাথায় কুঁকড়ে উঠি। কিন্তু এই ছোট্ট প্রাণীটি কী রকম জীবন-যাপন করে সে সম্পর্কে কি আমরা ভেবে দেখেছি? হ্যাঁ, উবায়দুর রহমান হাসিবের লেখায় পিঁপড়ার আদ্যোপান্ত উঠে এসেছে। পিঁপড়া কত প্রকার, কোথায় থাকে, কিভাবে থাকে সবই আমরা এই প্রবন্ধ থেকে জানতে পারবো।
বিশাল, বিস্তৃত এই মহাবিশ্বে রহস্যের অভাব নেই। প্রকাণ্ড ব্ল্যাকহোল থেকে শুরু করে অতিক্ষুদ্র জীবাণু- সবকিছুতেই জানার আছে অনেক কিছু। সেরকমই এক অজানা কিন্তু প্রাণঘাতী জীবাণু নিয়ে লিখেছেন জাকির হুসাইন। নেগলেরিয়া ফাওলেরি নামক এই জীবাণুটি সম্পর্কে জানতে হলে 'মস্তিষ্কখেকো জীবাণু নেগলেরিয়া ফাওলেরি' প্রবন্ধটি পড়তে হবে।
জানা-অজানার কোনো সীমা নেই। সুবিশাল এই তথ্যভাণ্ডার থেকে কাজের তথ্যটিকে সুনিপুণভাবে বের করে আনার মধ্যেই প্রকৃত মুন্সিয়ানা রয়েছে। আর প্রযুক্তির উৎকর্ষতায় এই কাজটি দিন দিন সহজতর হচ্ছে। 'ডাটা অ্যানালাইসি'-এর মাধ্যমেই কিন্তু আমরা প্রকৃত তথ্যটি খুব দ্রুত খুঁজে নিতে পারি। তাহলে দেরি কেন? পড়ে ফেল প্রবন্ধটি।
জ্যৈষ্ঠ মাসে পাকা আমের ঘ্রাণে সুবাসিত হচ্ছে হৃদয়। পল্লীকবির ভাষায়- 'ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই'। হ্যাঁ, মামাবাড়ির পাকা আম খেতে খেতে ব্যাপন পড়তে ভুলবে না কিন্তু। নিজে পড়বে পাশাপাশি বন্ধুদেরকেও উপহার দিতে পারো। দরজায় আবারও কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। ধনী-গরীব সকলের মাঝে বিলিয়ে দেবো ঈদের খুশি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি-
'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'।