৩০৳
সম্পাদকীয়
প্রিয় ব্যাপনবন্ধু,
আশা করি ভালই চলছে তোমাদের দিনকাল। তা-ই বা কেমনে বলি। লোডশেডিংয়ের কালো ছায়া যে দেশে আবার ফিরে আলো। প্রচন্ড গরম, তার উপর আবার লোডশেডিং, এ যেনো মরার উপর খাঁড়ার ঘা। চলমান বৈশ্বিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনকে বেশ ভোগাচ্ছে। আশা করি এমন বিরুপ পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
তবে গেল মাসে ব্যাগন পরিবার কিছু দুর্দান্ত সময় অতিবাহিত করেছে। হলিক্রস কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব। তাদের সাথে ম্যাগাজিন পার্টনার হিসেবে সম্পৃক্ত হয় ব্যাপন পরিবার। ভিতরে ইভেন্ট অংশে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও গেল মাসে প্রকাশিত হলো স্বাধীনতা দিবস বাংলা বিজ্ঞান লেখা প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফলাফল। এমন আয়োজন ব্যাপন নিয়মিত আয়োজন করবে এবং আশা রাখি তোমাদের যথেষ্ট অংশগ্রহণমূলক সহযোগিতা পাব।
এবারের জুলাই আগস্ট ২০২২ সংখ্যায় উঠে এসেছে অনেক সাম্প্রতিককালের বৈজ্ঞানিক ঘটনাবলির ব্যাখ্যা-সম্বলিত লেখা। সম্প্রতি হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তুলে ফেললো জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রখর ও নিখুঁত ছবি। এমনটা কিভাবে সম্ভব হল এবং কি পাওয়া গেল সে ব্যাপারে বিস্তারিত লিখেছেন জার্মানির ইউনিভার্সিটি অব ডার্মস্ট্যাটের বাঙালি শিক্ষার্থী মোঃ মাযহারুল ইসলাম।
গানিতিক হিসাব নিকাশের মাধ্যমে ভবিষ্যৎ অনুমান করার জটিল অবস্থা নিয়েই তৈরী হয় গোলকধাঁধাঁ। আনিকা জাহীনের কলমে ব্যাপারটি উঠে এসেছে 'বিশৃঙ্খলায় গোলকধাঁধাঃ বাটারফ্লাই ইফেক্ট' শিরোনামে এবং লেখাটি প্রতিযোগিতায় প্রথমস্থান বিজয়ী। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে আছে 'আজব ফ্লুইড' এবং 'মানব জিনোম সিকোয়েন্স' শিরোনামের লেখাদ্বয়।
বিগত দিনে সিলেট, সুনামগঞ্জসহ দেশের প্রায় এগারোটি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। এ বন্যার কারণ অনুসন্ধানে যুক্ত হয় হরেক বৈচিত্রময় কারণ বা প্যারামিটার। সর্বনাশা এ দূর্যোগের কারণ ও প্রকৃতি নিয়ে লিখেছে ঢাবির শিক্ষার্থী আলী আহসান মোঃ মুজাহিদ।
জানোই তো. ফেসবুকের প্রতিষ্ঠাতা ঘোষণা দিয়েছেন মেটাভার্স নামক কাল্পনিক কিন্তু বাস্তবের মতো এক ভার্চুয়াল দুনিয়া প্রতিষ্ঠার। আমাদের তো জল্পনা-কল্পনার শেষ নেই, কি এই মেটাভার্স? কেমন হবে এর প্রকৃতি? এর লাভ-ক্ষতির মাত্রা কেমন হতে পারে- এমন ব্যাপারগুলো নিয়ে ফাহিম শাহরিয়ার লিখেছেন 'মেটাভার্স: এ ওয়ার্ল্ড অব ইল্যুশন'। এছাড়াও আরোকিছু নিয়মিত বিভাগ নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যা।
সর্বোপরি, বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশের সামগ্রিক উৎকর্ষ সাধনের মহান লক্ষ্যপানে এগিয়ে যেতে তোমরাও ব্যাপন পরিবারের সহযাত্রী হবে এই কামনা করি। হ্যাপি রিডিং।
'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'।