৩০৳
প্রিয় ব্যাপনবন্ধুরা,
আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবারে খানিকটা আগেভাগেই তোমাদের কাছে হাজির হয়েছি মনে হচ্ছে না? হ্যাঁ, সামনে থেকে কালবিলম্ব না করেই তোমাদের কাছে হাজির হবো ইনশাআল্লাহ। ভয়াবহ ইনফ্লেশনের এই সময়ে ভালো থাকা-খাওয়া ও পরার ব্যাপারটা অনেকটাই দূরহ। তবুও আমাদের নিজেদের অবস্থা ও অবস্থান নিয়ে আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না।
বন্ধুরা, ব্যাপনের এই সংখ্যাটা বরাবরের মতোই আকর্ষণীয় সব বিভাগ নিয়ে সাজানো হয়েছে। মহাবিশ্বের রহস্যময় ব্ল্যাকহোল থেকে শুরু করে প্রাণীদের চোখ, কৃষির মাঠ থেকে নিয়ে অনলাইন মুদ্রা- কতো না শব্দদল। কতো না কথামালা!
আচ্ছা, গত সংখ্যায় তেল গ্যাসের আলাপনে প্রাথমিক কিছু বিষয় জেনেছো। এবার জানবে তেল গ্যাসের অনুসন্ধানের প্রক্রিয়া সম্পর্কে জানবে। লিখেছেন উমায়ের আবদুল্লাহ জাকি। কিছুক্ষণের জন্য খুঁদে পেট্রোলিয়াম বিশেষজ্ঞ হয়ে যেতে মন্দ কি।
কৃষিকাজে মাটি যে কতো গুরুত্বপূর্ণ সেটা কৃষকমাত্রই উপলদ্ধি করতে পারে। বীজ বা চারা লাগিয়ে উৎকৃষ্ট ফসল পেতে অবশ্যই মাটির পরিচর্যা করতে হবে। এ ব্যাপারে তোমাদের জানাতে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা নিয়ে লিখেছেন সাজ্জাদুর রহমান। লেখকের কলমে আরো চিত্রায়িত হয়েছে মানুষভিন্ন কিছু প্রাণির দৃষ্টিশক্তি যেভাবে তারা পৃথিবী দেখে।
একটি কল্পিত পারমাণবিক এক্সটিঙ্কশন এবং এপোক্যালিপটিক সময়কাল নিয়ে মায়িশা ফারজানা লিখেছেন কল্পকাহিণী 'তেজস্ক্রিয় মানব'। এছাড়া লেনদেন ও বিনিময় প্রথার মুদ্রাযোগ পেরিয়ে যে এখন অনলাইন মুদ্রা বা ক্রিপ্টোকয়েনের যুগে প্রবেশ করতে যাচ্ছে সে বিষয়েও ফজলে এলাহীর কলমে লেখা হয়েছে 'কয়েন থেকে ক্রিপ্টোকয়েন'।
এভাবে গলার স্বর, ডার্ক ম্যাটার ছাড়াও আরো আকর্ষণীয় সব বিভাগ দিয়ে রূপ পেয়েছে 'ব্যাপন সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যা'।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। উপরেই উল্লেখ করেছি দেশে এখন ইনফ্লেশন চলছে। এর থেকে কিন্তু ব্যাপন পরিবারও মুক্ত নয়। তাই তোমাদের কাছে নিরবচ্ছিন্নভাবে ব্যাপন পৌছানোর স্বার্থে ম্যাগাজিনের মূল্য পরবর্তী সংখ্যা থেকে বৃদ্ধি করা হবে। এবারেই করা যেতো। তবে তোমাদের না জানিয়ে করাটা যৌক্তিক ঠেকেনি।
যাই হোক, বিজ্ঞানপ্রেমীরা কি আর ছোটখাট এসব বিষয়ে আটকে থাকে। বিজ্ঞানের সাথে এবং ব্যাপনের সাথে তোমাদের পথচলা যেন সুন্দর হয়।
শুভাকামনা।