ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী মে-জুন ২০২২

৩০৳

Available

প্রিয় ব্যাপন বন্ধু,

আশা করি সব মিলিয়ে ভালই আছো। যদিও গ্রীষ্মের খরতাপে জানি তোমাদের অবস্থা খুব একটা সুবিধার নয়। এই গরমে অনেকেরই দেখা দিচ্ছে অনাকাংক্ষিত অসুস্থতা। এ কারণে খাবার ও পানি সংরক্ষণ ও গ্রহণে প্রয়োজন বিশেষ সতর্কতা। বিশেষ করে বাইরের প্রস্তুতকৃত খাবার ও পানি গ্রহণ না করাটাই উত্তম। সুস্থতা ব্যাপিত হোক সর্বত্র।

অনাকাংক্ষিত কারণে কিছুটা দেরিতে হলেও তোমাদের কাছে ব্যাপন এলো। প্রতিবারের মতো এবারের সংখ্যাও সাজানো হয়েছে বৈচিত্রময় বিভাগ দিয়ে। অনেক নবীন লেখকদের লেখা স্থান পেয়েছে এবারের সংখ্যায়। আশা করি এ থেকে অনুপ্রাণিত হয়ে তোমরাও লেখালেখিতে হাত লাগাবে এবং ব্যাপনের সাথে যুক্ত থাকবে। আজকের পাঠকরাই তো আগামীদিনের লেখক হয়ে উঠে।

তোমার কল্পনার রাজ্যের কোন চরিত্র কি বাস্তবে হানা দিয়েছে কখনো? তুমি তার সাথে হাসছো, খেলছো কিংবা গল্প করছো কিন্তু আর কেউ বিষয়টা বুঝতে পারছে না। এমনই বিস্ময়কর এক মানসিক অবস্থা নিয়ে এবারে থাকছে সাইকোলজিক্যাল ফিকশন 'অস্তিত্বের সংকট'। লেখক আরিফ আবরার নাঈমের কলমে আরো থাকছে সাইবার বুলিং নিয়ে সচেতনতামূলক লেখা।

আদিকাল থেকেই মানুষ ব্যাক্তিগত বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্যাদি সংরক্ষণে প্লাসওয়ার্ডের ব্যবহার করে আসছে। 'পাসওয়ার্ডের ইতিকথা'য় জানবে সে কাহিণী। আরো জানবে তোমার শরীরে বয়ে বেড়ানো রহস্যময় সাক্ষীর ব্যাপারে। ফরেন্সিক দুনিয়ার গুরুত্বপূর্ণ অনুসঙ্গ 'ফিঙ্গারপ্রিন্টের আদ্যোপান্ত' জানতে পারবে আহসানুল হকের লেখায়।

জানোই তো, সূর্যালোককে ব্যবহার করাও যায়। বর্তমানে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ক্ষেত্রে ক্রমবর্ধমান একটি প্রযুক্তি হলো সোলার প্যানেল। এর গঠন-প্রকৃতি সম্পর্কে জানব এবারের সংখ্যায়। গ্রীষ্মের তপ্ততা থেকে বাচার জন্য নিজে নিজেই বানিয়ে ফেলতে পারো মিনি এয়ারকুলার। সে সম্পর্কে দিকনির্দেশনা থাকছে তোমার জন্য।

জানতে পারবে আকাশছোঁয়ার স্বপ্নবাজ এফ আর খান সম্পর্কে, যার নির্মাণকৌশল আজও অণুসৃত হয় বিশ্বজুড়ে। তিনি যেনো ক্ষুদে নির্মাণপ্রকৌশলীদের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন এই কামনা করি। এছাড়া আরো থাকছে ভিনগ্রহে হীরাবৃষ্টি, তেল গ্যাসের আলাপন, গ্রাফিন ও গ্রাফিনড্রাম, জীবনের ছন্দে ঘড়ি এবং রসায়নের গল্প সহ আরো কতো জানা-অজানা গল্প।

বৈচিত্রময় এ সংখ্যা তোমার জানা ও অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করবে, এই আশা রাখি। তুমিও তোমার নতুন নতুন জানা আকর্ষণীয় বিষয়গুলো নিয়ে লিখে পাঠিয়ে দিতে পারো ব্যাপনের ঠিকানায়।

ভালো থেকো, সুস্থ থেকো। আগামীর পথচলার জন্য শুভকামনা।

আরও দেখুন