৪০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা,
পবিত্র ঈদুল আযহা'র ছুটি শেষে আবারও ফিরে যাচ্ছো পড়ার টেবিলে। বাসার মজাদার খাবার আর সাথে যদি থাকে 'নতুন ব্যাপন জুলাই-আগস্ট '২৩' সংখ্যা-তাহলে তো সত্যিই খুব খুশির সংবাদ। গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সাথে মজার সময় কাটিয়ে ফেরার পথে মনে কী হয়েছে, "ইশ। পাখির মতো যদি উড়ে চলে আসতে পারতাম।"। হ্যাঁ বন্ধুরা, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ১৩ মিনিটে ভ্রমণ করা সম্ভব! কি অবিশ্বাস্য মনে হচ্ছে। নতুন হাইপারলুপ প্রযুক্তিতে এত কম সময়েই যাতায়াত সম্ভব। কিন্তু কিভাবে এটি সম্ভব? সেটি জানতে তোমাদের পড়তে হবে 'হাইপারলুপ: ভবিষ্যতের যানবাহন' প্রবন্ধটি।
এত এত প্রযুক্তির ভিড়ে আমাদের চারপাশের পরিবেশের কথা ভুলে গেলে চলবেনা কিন্তু! আর পরিবেশ রক্ষাকারী আমাদের প্রিয় বন্ধুটি হচ্ছে গাছ। শহরের জনবহুল এলাকায় গাছ রোপণ ও পরিচর্যা কিন্তু সত্যিই কষ্টের বিষয়। কিন্তু বিজ্ঞানের প্রয়োগ সবকিছুকেই করেছে সহজ, সুন্দর ও উপকারী। শহরে সবুজায়ন আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যর জন্যও উপকারী। উন্নত দেশের বিভিন্ন শহর এ লক্ষ্য বাস্তবায়নে সফলও হয়েছে। ইলহাম সালিমের লেখা 'শহরে সবুজায়ন' পড়ে নিলে এ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ জানতে পারবে।
রহস্যের অতলে ঘেরা সমুদ্রতল। এ নিয়ে চ্যালেঞ্জপ্রিয় মানুষের উচ্চাকাঙ্ক্ষারও যেন শেষ নেই। তবে তেমন একটি অভিযাত্রাতেই ঘটে গিয়েছে দুর্ঘটনা। টাইটান ডুবোজাহাজের মর্মান্তিক এই ঘটনা নিয়ে তোমরা হয়তো কম-বেশি জেনেছো। এর পিছনের বিজ্ঞান সম্পর্কে জানতে হলে চোখ রাখো 'বিজ্ঞান খবর' পাতায়। তবে উৎসাহের খবরও রয়েছে। বিজ্ঞানীরা শুনতে পেয়েছেন মহাজাগতিক তরঙ্গের সুরলহরি। বিগত একশ বছর আগের উদ্ভাবনীগুলো যেমন এখন পৃথিবীকে রাজ করছে, হয়তো মহাজাগতিক তরঙ্গের মতো আবিষ্কারগুলো আগামী একশ বছর পর পৃথিবীকে সংজ্ঞায়ন করবে।
বর্ষার রিমঝিম বৃষ্টিতে ভেজার পরেই চলে আসবে শরতের হিমেল বাতাস। প্রকৃতির এই রূপবদলে কাশফুলের স্নিগ্ধ দোলায় তোমাদের হৃদয়েও বয়ে যাক বিজ্ঞানের সুবাস। এই কামনায় আজ বিদায় নিচ্ছি।